বালিয়াডাঙ্গায় সাড়ে ৮'শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায়, দরিদ্র, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৮'শ ৫০টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। সমাজের দিনমজুর, রিকসা-ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক ও তৃতীয় লিঙ্গের কর্মহীনদের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়। সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নওশেদ আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ইউপি সচিব মো. আব্দুর রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই