Header Ads

শিবগঞ্জে ট্রাকচাপায় অটোরিক্সার যাত্রী নিহত-১আহত-৩


স্টাফ রিপোর্টার, সৌরাব আলী। 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ একাডেমি মোড়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় ট্রাক চাপায় এক অটো রিক্সার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোর চালক সহ আরও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

নিহত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের মৃত রইশউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম।

শিবগঞ্জ থানার এস আই আনাম জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের একাডেমির মোড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সার যাত্রী আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোচালক আরিফ সহ আরও ২ জন আহত হয়।এদের মধ্যে অটোরিক্সার এক আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাটক ট্রাকটি পলাতক রয়েছে এবং নিহতের লাশ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.