Header Ads

খানজাহান আলীতে হা-ডুডু প্রতিযোগীতা ও সংবর্ধনা অনুষ্ঠিত


অনলাইন ডেক্সঃ
গিলাতলা ঐতিহ্যবাহী নজরুল থিয়েটার ক্লাবের আয়োজনে শেখ রাসের স্মৃৃতি হা-ডু-ডু প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩টায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ হারুনুর রশীদ।

প্রতিযোগিতায় উদ্বোধন অতিথি ছিলেন সুপার ব্রিকস্ প্রোপাইটার আলহাজ্জ হাসান ইমামুল হক ভুইয়া। জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন,

খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম, খানজাহান আলী থানা আ’লীগের সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক রাজ, ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির পুত্র উপদেষ্ঠা সরদার আলী আহম্মেদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্জ শেখ জাহাঙ্গীর হোসেন।

ক্লাবের সভাপতি খান জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রাজা ও সংগঠনিক সম্পাদক বায়জীদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আ. হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্জ খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্জ শেখ আব্দুল হক,

৩৪নং ওয়ার্ড সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত। ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হা-ডু-ডু প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করেন। এ রির্পোট লেখা পর্যন্ত অংশগ্রহন দলের মধ্যে খেলা চলছিলো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.