Header Ads

সরকারি আর্দেশ অমান্য করায় ১৬ জনকে ১৫,৯০০ টাকা জরিমানা সহ ১ জনের জেল।


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ / 
আজ ১৬ এপ্রিল বিকেল ৪টাই চাঁপাইনবাবগঞ্জ শহরে এক বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে র ্যাব -৫ টিম চাঁপাইনবাবগঞ্জ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি শান্তিমোড় থেকে শুরু হয়ে   রামকৃষ্ণপুর মসজিদের সামনে সংক্রামণ রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মল) আইন, ২০১৮ এর ২৫ ধারা লংঘন করায় এক কনফেকশনারী দোকানকে ১০০০/৳ জরিমানা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘন করায় একজনকে ১০০ টাকা,দুই জনকে ৫০০ ৳ করে,জোড়গাছি এলাকায় অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার জন্য এক ধান চালের ব্যবসায়ীকে ১০০০ হাজার টাকা,  চার জনকে ২০০৳ করে ৮০০ টাকা,এবং আজাইপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দন্ডবিধি ১৮৬০এর ২৬৮ ধারা লঙ্ঘন করায় দুইজনকে ৫০০ টাকা করে ১০০০ টাকা এবং ৫ জনকে ২০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিশেষ উল্লেখ্য যে,আজাইপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) ধারা লঙ্ঘন করায় একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশহাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করান জেলা ম্যাজিস্ট্রেট।আসামি মাদক ব্যবসায়ি  নামঃ মো: মতিন (৪২) পিতা মৃত আব্দুল বাতেন, গ্রামঃ আজাইপুর বাগানপাড়া। 

অভিযানটি শান্তির মোড় থেকে শুরু করে রামকৃষ্ণপুর, বটতলা হাট, জোড়গাছি, আজাইপুর এলাকায় বিশেষ অভিযানে মাধ্যমে শেষ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.