সরকারি আর্দেশ অমান্য করায় ১৬ জনকে ১৫,৯০০ টাকা জরিমানা সহ ১ জনের জেল।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ /
আজ ১৬ এপ্রিল বিকেল ৪টাই চাঁপাইনবাবগঞ্জ শহরে এক বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে র ্যাব -৫ টিম চাঁপাইনবাবগঞ্জ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি শান্তিমোড় থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর মসজিদের সামনে সংক্রামণ রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মল) আইন, ২০১৮ এর ২৫ ধারা লংঘন করায় এক কনফেকশনারী দোকানকে ১০০০/৳ জরিমানা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘন করায় একজনকে ১০০ টাকা,দুই জনকে ৫০০ ৳ করে,জোড়গাছি এলাকায় অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার জন্য এক ধান চালের ব্যবসায়ীকে ১০০০ হাজার টাকা, চার জনকে ২০০৳ করে ৮০০ টাকা,এবং আজাইপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দন্ডবিধি ১৮৬০এর ২৬৮ ধারা লঙ্ঘন করায় দুইজনকে ৫০০ টাকা করে ১০০০ টাকা এবং ৫ জনকে ২০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিশেষ উল্লেখ্য যে,আজাইপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) ধারা লঙ্ঘন করায় একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশহাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করান জেলা ম্যাজিস্ট্রেট।আসামি মাদক ব্যবসায়ি নামঃ মো: মতিন (৪২) পিতা মৃত আব্দুল বাতেন, গ্রামঃ আজাইপুর বাগানপাড়া।
অভিযানটি শান্তির মোড় থেকে শুরু করে রামকৃষ্ণপুর, বটতলা হাট, জোড়গাছি, আজাইপুর এলাকায় বিশেষ অভিযানে মাধ্যমে শেষ হয়।
কোন মন্তব্য নেই