কানসাটে ত্রিমাত্রিক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে “কানসাট গোপালনগর যুব সংঘ আয়োজিত” ৪৯তম স্বাধীনতার মাস উপলক্ষ্যে স্বাধীনতার সময় “ত্রিমাত্রিক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০”এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ কানসাট ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ কাজী এমদাদুল হক(এমদাদ)এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানসাট ক্লাবের সভাপতি জনাব মোঃ হেদায়তুল আলম সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কানসাট গোপালনগর হাফেজিয়া মাদ্রাসা মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে বসবাসকারী ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি নক আউট ভিত্তিতে পরিচালিত হচ্ছে, আগামী ৫মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই